Site icon Jamuna Television

ধামরাইয়ের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সকাল ৯টার দিকে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মো. মনজুরুল ইসলাম, জোসনা বেগম , সাদিয়া আক্তার , হোসনে আরা হোসনা ও মরিয়ম।

এদের মধ্যে মনজুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী জোসনা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবারের বাকি সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

/এসএইচ

Exit mobile version