Site icon Jamuna Television

৪ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভাবিক

কুয়াশার ঘনত্ব কে‌টে যাওয়ায় শনিবার সকাল সোয়া ১১টার দি‌কে ফেরি চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

রাজবাড়ী প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দে‌শের অন্যতম নৌরুট দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ২০ মি‌নিটের দি‌কে নদী‌তে কুয়াশার ঘনত্ব কে‌টে যাওয়ায় চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

এরআগে সকাল সা‌ড়ে ৭টা থেকে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি। এ সময় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝ নদী‌তে আটকা পড়ে ৩‌টি ফে‌রি।

এদিকে ক‌য়েক ঘণ্টা ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় দৌলত‌দিয়া প্রা‌ন্তের সড়‌কে আটকা পড়ে‌ বেশ কিছু যানবাহন। ফ‌লে তীব্র শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব কে‌টে যাওয়ায় সকাল সোয়া ১১টার দিকে পুনরায় ফে‌রি চলাচলের অনুমতি দেয়া হয়েছে। বর্তমা‌নে এ রু‌টে ছোট বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

এএআর/

Exit mobile version