Site icon Jamuna Television

১৫ দফা ভোটের পর মার্কিন কংগ্রেস স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি

ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে মার্কিন কংগ্রেসের স্পিকার হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী কেভন ম্যাকার্থি। খবর দ্য গার্ডিয়ান’র।

শনিবার (৭ জানুয়ারি) ১৫ দফা ভোটের পর নির্বাচিত হন এ নেতা।

এদিন ৪২৮ ভোটের মাঝে ২১৬টি ভোট পেয়ে বিজয়ী হন ম্যাকার্থি। করতালির মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। কেভিনের এ জয়ের মধ্য দিয়ে স্পিকার নির্বাচন নিয়ে রিপাবলিকান দলের মধ্যকার মতবিরোধের অবসান হলো।

সবশেষ শুক্রবারও ভোটাভুটিতেও নিজ দলের সদস্যদের বিরোধিতার কারণে হেরে যান কেভিন ম্যাকার্থি। নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকানরা। ফলে স্পিকার নির্বাচনে সহজেই উতরে যাওয়ার কথা ছিল ম্যাকার্থির। কিন্তু দলেরই অন্তত ২০ জন আইনপ্রণেতা তার বিরুদ্ধে অবস্থান নেয়ায় কঠিন হয়ে পড়ে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া।

/এনএএস

Exit mobile version