Site icon Jamuna Television

কিলাওয়ার অগ্ন্যুৎপাত চলছেই; বেড়েছে কম্পনের মাত্রা, রেড অ্যালার্ট জারি

হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত চলছে গত বৃহস্পতিবার থেকে।

লাভা উদগীরণ করেই চলেছে হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাওয়া আগ্নেয়গিরি। বেড়েছে কম্পনের মাত্রা। দুর্ঘটনা এড়াতে জারি করা রয়েছে রেড অ্যালার্ট। নেয়া হয়েছে বাড়তি সতর্কতাও। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকেই অগ্নু্ৎপাত চলছে কিলাওয়াতে। উত্তপ্ত লাভার উদ্গীরণে লাল হয়ে উঠেছে আকাশ। কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে আছে আশপাশ। এরইমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই নিয়মিত বিরতিতে অগ্ন্যুৎপাত করে আসছে কিলাওয়া।

/এসএইচ

Exit mobile version