Site icon Jamuna Television

তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: ড. বদিউল আলম

তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সরকার মানুষের ভোটের অধিকার হরণ করছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ফোরাম অফ বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশের রাজনীতি; কোথায় দাঁড়িয়ে, গন্তব্য কোথায়’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেই জনগণের প্রতি কারো কোনো দায়বদ্ধতা নেই।

উন্নয়নের কথা বলা হলেও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন ড. বদিউল আলম। দেশের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এভাবে চলতে থাকলে দেশ ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়বে। রাজনৈতিক সমঝোতা ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক।

এসজেড/

Exit mobile version