Site icon Jamuna Television

বিএনপি ছেড়ে এনপিপির নতুন জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’

বিএনপি থেকে বেরিয়ে এসে আলাদা জোট করেছে ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি। গণতন্ত্র বিকাশ মঞ্চ নামে এই জোটের আত্মপ্রকাশ হয়েছে জাতীয় প্রেসক্লাবে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে এনপিপির চেয়ারম্যান ছালাউদ্দিন ছালু গণতন্ত্র বিকাশ মঞ্চের ঘোষণা দেন। তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ব্যর্থ হয়েছে। এখন জোট ঠিক রাখার জন্য নামসর্বস্ব ও সাইনবোর্ড সর্বস্ব কিছু দল নিয়ে বিএনপি আন্দোলন করছে।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বিএনপি চায় না তার জোটের ছোট-ছোট দলের শক্তি বাড়ুক। তাই এক পর্যায়ে এসে ২০ দলীয় জোট ভেঙে দিয়ে বিএনপি এখন হালকা হয়েছে। দেশের চলমান সংকট মোকাবেলায় জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্য সামনে রেখে ১৭টি দল নিয়ে এই জোট গঠনের কথা জানান মঞ্চের নেতারা।

এনপিপির চেয়ারম্যান ছালাউদ্দিন ছালু বলেন, একদিকে ঐক্যের ডাক, অন্যদিকে ঐক্য ভেঙে দেয়া- এটা পরস্পর বিরোধী। আসলে বিএনপি চায় না, ছোট ছোট দলগুলো তাদের মাথার উপর থাকুক। বিএনপি শক্তি বৃদ্ধি করে নাই। তাই জোট ভেঙে দিয়ে তারা হালকা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়াচ্ছে: কাদের

/এম ই

Exit mobile version