Site icon Jamuna Television

শরীয়তপুরে নৌকা পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় এক মাটিকাটা শ্রমিক কর্মস্থলে যাওয়ার সময় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছে। এরপর তাকে এখনও পাওয়া যায়নি।

শনিবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার রমেশ মাঝি খেয়াঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহান উদ্দিন চোকদার (২৭) জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার এলাকার আমজেদ আলী চোকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কর্মস্থলে যাওয়ার সময় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে যায় জাহান। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

শরীয়তপুরের নড়িয়া ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ছয় সদস্যর ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে জাহানকে উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় নদীর দুই প্রান্তে কয়েকশ মানুষ ভিড় জমায়।
সেসময় পরিবার ও আত্মীয় স্বজনদের কান্না আর আহাজারি দেখতে পাওয়া যায়।

এটিএম/

Exit mobile version