Site icon Jamuna Television

কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার খালেদা

কুমিল্লায় বাসে পেট্রোল দিয়ে আটজন হত্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই মামলায় জামিন চেয়ে আজ বুধবার দুপুরে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। একই সাথে কুমিল্লায় গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়া।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ১ জুলাই গ্রেফতার দেখাতে আদেশ দেন কুমিল্লার বিশেষ জজ আদালত। ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বাসে পেট্রোলবোমায় মারা যান আটজন। ওই বছরের ৩ ফেব্রুয়ারি এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতায় আইনে মামলা দায়ের করে।

Exit mobile version