Site icon Jamuna Television

গাড়ি দুর্ঘটনায় বেঁচে যাওয়া পান্তের সফল অস্ত্রোপচার

ছবি: সংগৃহীত

মারাত্মক গাড়ি দুর্ঘটনায় বিস্ময়করভাবে বেঁচে যাওয়া ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্তের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার করানোর কথা জানিয়েছে বিসিসিআই এর একটি সূত্র। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, রিশাভ পান্তের পরবর্তী পদক্ষেপ ও পুনর্বাসনের ব্যাপারে পরামর্শ দেবেন ড. দিনেশ পার্দিওয়ালা এবং তা অনুসরণ করবে বিসিসিআই স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিম। সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের ডাক্তার পার্দিওয়ালার তত্ত্বাবধানে পশ্চিম আন্ধেরির কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে পান্তের অস্ত্রোপচার হয়।

এর আগে, দেরাহদুন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ের এই হাসপাতালে নেয়া হয় ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে। গত ৩০ ডিসেম্বর ভোরবেলায় দিল্লি থেকে বাড়ি ফেরার পথে রুকরিতে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন পান্ত।

আরও পড়ুন: হৃদযন্ত্রের সমস্যায় ছিটকে গেলেন মরোক্কান ডিফেন্ডার মাজরাওয়ি

/এম ই

Exit mobile version