Site icon Jamuna Television

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের জন্য পূর্ব নির্ধারিত ফি বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন রোগীরা। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানকে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সাধারণ রোগীরা।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে এ বিক্ষোভ করেন রোগী ও তাদের স্বজনরা। এ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, মেডিকেলে ডায়ালাইসিস করার সক্ষমতা সাড়ে ৬ হাজার। কিন্তু এই সীমা অতিক্রম করার কারণে ফি বাড়ানো হয়েছে।

মূলত, সরকারি নির্দেশনা এবং ডায়ালাইসিস সেশন বৃদ্ধির কারণে বাড়তি ফি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পূর্বের ফি না নিলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাসপাতালের রোগী ও স্বজনরা।

এসজেড/

Exit mobile version