Site icon Jamuna Television

অস্ট্রিয়ার এয়ারফিল্ড ব্যারাকে গোলাগুলি, ১ সেনা সদস্যের মৃত্যু

অস্ট্রিয়ার উইনার নিউস্টাড শহরের একটি এয়ারফিল্ড ব্যারাকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। খবর রয়টার্সের।

শুক্রবার (৬ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানানো হয়, এয়ারফিল্ড ব্যারাকে সেনা সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা সদস্য গুলি চালান। পাল্টা জবাব দিতে গুলি চালান আরেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

এতে ঘটনাস্থলেই মারা যান গুলিবিদ্ধ ওই সেনা সদস্য। ব্যারাকে গোলাগুলির ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসজেড/

Exit mobile version