Site icon Jamuna Television

আরও এক কিংবদন্তিকে হারালো ব্রাজিল

ফের মৃত্যু শোকে জর্জরিত ব্রাজিল। মারা গেছেন দেশটির কিংবদন্তি সার্ফার মার্সিও ফ্রেয়ার। অনুশীলনের সময় ঢেউয়ের আঘাতে মারা গেছেন তিনি। কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুর পর দেশটি পেলো আরও এক বেদনাদায়ক খবর। খবর এবিসি নিউজের।

স্থানীয় কতৃপক্ষ জানায়, বৃহস্পতিবার পর্তুগালের নাজার উপকূলে অনুশীলনের সময় এ ঘটে দুর্ঘটনা ঘটে। বিশাল ঢেউয়ের আঘাতে পথ হারিয়ে ফেলেন মার্সিও। এ সময় তাকে সহযোগিতার জন্য ছুটে যান উদ্ধারকারী ও তার সঙ্গীরা। তবে সৈকতে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সার্ফিং জগতে মার্সিও পরিচিত ছিলেন ‘ম্যাড ডগস’ নামে। ৪৭ বছর বয়সী মার্সিও ছিলেন দৈত্যাকার ঢেউ ‘জাওস’ জয় করা তিন সার্ফারের একজন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনুরাগী ও সতীর্থরা।

এসজেড/

Exit mobile version