Site icon Jamuna Television

বৈরি আবহাওয়ার মধ্যেই ইউরোপজুড়ে পালিত হলো থ্রি কিংস ডে

বৈরি আবহাওয়ায় মাঝেই ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোতে উদযাপিত হলো ইপিফ্যানি বা থ্রি কিংস ডে। রীতি অনুসারে, প্রতিবছর ৬ জানুয়ারি জমকালোভাবে আয়োজিত হয় এ উৎসব। এবারের উৎসবের আমেজে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি আবহাওয়ার বৈরিতা। খবর ইউএসএ টুডের।

প্রতিবছরের মতো এবারও দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। পৌরাণিক সাজে রাজপথে নামেন শিল্পীরা, বিশেষ সংগিত ও নাচের মাধ্যমে চলে প্যারেড। শিশুদের মাঝে চকলেট ও উপহারও বিলি করা হয়। এছাড়া রাজার সাজে শিল্পীরা আর্শিবাদ করেন নবজাতকদের।

নজরকাড়া এ প্রদর্শনী দেখতে শিশুদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। খ্রিষ্টধর্ম অনুযায়ী, যীশুর জন্মের ১২ দিন পর তার সাথে উপহার নিয়ে সাক্ষাৎ করেন তিন সাধু ম্যালশিওর, ব্যাল-থ্যাজার এবং ক্যাসপার। সেখান থেকেই ছড়িয়ে দেন খ্রিস্টধর্মের আগমনী বার্তা। তাদের স্মরণেই সেই দিনটি ইপিফ্যানি হিসেবে পালিত হয়ে আসছে প্রতিবছর।

এসজেড/

Exit mobile version