Site icon Jamuna Television

শার্শা সীমান্তে ২ কেজি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের খবর পেয়ে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

পলাতক আসামিরা হলেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শার্শা থানায়।

এটিএম/

Exit mobile version