Site icon Jamuna Television

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্টের ১০ দফা প্রস্তাবনা

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ১০ দফা প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলিস্তান চত্বরে ১০ দফা প্রস্তাবনা দেয় দলটি।

কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, অবহেলিত সুফিবাদী জনতার অধিকার আদায় ও জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে শনিবার সকালে মহাসমাবেশের আয়োজন করে দলটি। তাতেই ১০ দফা প্রস্তাবনা পেশ করে দলটি।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন, নির্বাচন এলেই ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যার বলী সাধারণ জনগণ। দলীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলেও জানান এই নেতা।

/এমএন

Exit mobile version