Site icon Jamuna Television

উন্নয়নশীল দেশ হিসেবে মূল্যস্ফীতির চাপ আছে: পরিকল্পনামন্ত্রী

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও মূল্যস্ফীতির চাপে আছে। এ অবস্থায় অনেকের কষ্ট হচ্ছে। তবে মূল্যস্ফীতির হার সহসা কমে আসবে বলে আশাবাদী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জানান, ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ব্যাংকিং অ্যালমানাক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। তাতে অর্থনীতিবিদরা জানান, চলতি বছর অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং হবে বলে। মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে রাখা বেশ কষ্টকর হবে। এজন্য মুদ্রানীতিকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

ব্যাংকাররা বলেন, সময় বিবেচনায় এবার সংকোচনমূলক মুদ্রানীতি হবে। এতে ছোট উদ্যোক্তারা অর্থ পেতে ভোগান্তিতে পড়বেন। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা।

/এমএন

Exit mobile version