Site icon Jamuna Television

কারখানায় কমপ্লায়েন্স মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন কমপ্লায়েন্স মেনে চলার জন্যে চামড়া শিল্পের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

শনিবার (৭ জানুয়ারি) সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শন করেন তিনি। এ সময় ট্যানারি ও চামড়া শিল্পের নেতাদের সাথে মতবিনিময় করেন। ব্যবসায়ী নেতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সিইটিপি প্লান্টের নানা দিক তুলে ধরেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন। পরিবেশ ঠিক রেখে সামনে এগিয়ে যেতে হবে। এতে বিদেশি ক্রেতা প্রাপ্তি অনেকটা সহজ হয়ে আসবে।

/এমএন

Exit mobile version