Site icon Jamuna Television

সাকিব ঝড়ে সিলেটকে ১৯৫ রানের টার্গেট দিলো বরিশাল

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের ৩২ বলের ৬৭ রানের ঝড়ে সিলেট স্ট্রাইকার্সকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে ফরচুন বরিশাল। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৪ রান করেছে বরিশাল।

আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা বরিশাল শুরু থেকেই ছিল দাপুটে। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৬৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন চাতুরাঙ্গা ডি সিলভা আর আনামুল বিজয়। ২৯ রানে বিজয় ফেরার পর চাতুরাঙ্গাও বেশি সময় থাকতে পারেননি। ৩৬ রান আসে এই লঙ্কান ব্যাটারের ব্যাট থেকে।

এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। ৩য় উইকেটে ইফতেখার আহমেদকে নিয়ে গড়েন ২০ বলে ৩৫ রানের জুটি। ১৩ রান করে মাশরাফীর ২য় শিকারে পরিণত হন ইফতেখার।

৪র্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে সাকিব গড়েন ২০ বলে ৩০ রানের জুটি। ১২ বলে ১৯ রান করে রিয়াদ আউট হন থিসারা পেরেরা বলে।

তবে এক পাশ আগলে ধরে ছিলেন সাকিব। ২৬ বলে ফিফটি করার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন দেশসেরা এই অলরাউন্ডার। ইনিংসের ১৯.১ ওভারের শুরুতে মাশরাফীর বলে মোহাম্মদ আমিরের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৬৭ রান। যা সাজানো ছিল ৪টি ছক্কা আর ৭টি চারের মারে।

শেষ দিকে কারিম জানাতের ১৭ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১৯৫ রানে থামে ফরচুন বরিশালের ইনিংস।

/এ এইচ

Exit mobile version