Site icon Jamuna Television

অ্যান্ড্রোয়েড ফোনেও আনা হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি

প্রযুক্তির এই যুগে নিত্যনতুন প্রযুক্তি এসে নাড়া দিচ্ছে আমাদের জীবনে। সম্প্রতি আইফোন ১৪তে স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে এসেছে অ্যাপেল। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রোয়েড ফোনেও স্যাটেলাইট প্রযুক্তির ছোয়া লাগবে বলে জানিয়েছে বিবিসি।

সংবাদ সূত্র অনুযায়ী, স্যাটেলাইট ফোন ফার্ম ইরিডিয়ামের সঙ্গে নতুন চুক্তি সই করেছে চিপ জায়ান্ট কোয়ালকম। ফলে যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই সেসব জায়গায় স্যাটেলাইটের সাথে যুক্ত হয়ে মাধ্যমে ম্যাসেজ আদান প্রদান করা যাবে।

চিপ জায়ান্ট কোয়ালকম জানিয়েছে, নতুন স্ন্যাপড্রাগন স্যাটেলাইট চিপগুলো শুধুমাত্র প্রিমিয়াম ফোনেই পাওয়া যাবে। এরপর পর্যায়ক্রমে ট্যাবটেট থেকে শুরু করে ল্যাপটপসহ গাড়ির জন্যও উন্মুক্ত করা হবে এ প্রযুক্তি।

বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে এখন অধিকাংশ প্রতিষ্ঠানই কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে। এ চুক্তির মাধ্যমে বিশ্বের লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে। এজন্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে হবে না। তবে ফিচারটি চালুর সক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকবে।

এটিএম/

Exit mobile version