Site icon Jamuna Television

ভারতে অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

ভারতের কেরালায় অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে অঞ্জু শ্রী পার্বতী নামের এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে রাজ্যটির কাসারগড় জেলায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। খবর এনডিটিভির।

গত ৩১ ডিসেম্বর ২০ বছর বয়সী এ তরুণী স্থানীয় হোটেল রোমানসিয়া থেকে অনলাইনে অর্ডার করে কুঝিমন্তী নামের বিরিয়ানি এনে খেয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এরপর অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সেখানেই তার মৃত্যু হয়। মারা যাওয়া তরুণীর মা-বাবা থানায় অভিযোগ দেয়ার পর একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। হোটেলটির লাইসেন্স বাতিল করা হবেও জানিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version