Site icon Jamuna Television

৯১ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত

৩ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত। সুরিয়া কুমারের অপরাজিত ঝড়ো ১১২ রানে ভর করে ৫ উইকেটে ২২৮ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ম্যাচ সেরা হয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩য় সেঞ্চুরি করা সুরিয়া কুমার। সিরিজ সেরা আক্সার পাটেল।

সিরিজের প্রথম ম্যাচে ভারত জেতার পর ২য় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে শুরু থেকেই লড়াই ছিল দুই দলের মাঝে।

ভারতের রাজকোটে অবশ্য শুরুটা ভালো করেছিল লঙ্কান বোলাররা। প্রথম ওভারেই মাদুশানাকা ইশান কিষানকে ফেরান ধানাঞ্জয়ার হাতে ক্যাচ বানিয়ে। ২য় উইকেট জুটিতে রাহুল ত্রিপাঠির সাথে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন শুভমান গিল। ত্রিপাঠি ফেরেন ১৬ বলে ৩৫ রান করে।

এরপর শুরু হয় সুরিয়াকুমারের ব্যাটিং তাণ্ডব। ৩য় উইকেটে গিলকে সাথে নিয়ে ১১১ রানের জুটি গড়েন টি-টোয়েন্টির এই বিধ্বংসী ব্যাটার। গিল আউট হন ৩৬ বলে ৪৬ রান করে।

তবে লঙ্কান বোলারদের মূল সমস্যা ছিলেন সুরিয়াকুমার। ২৬ বলে অর্ধশতক করার পর আরও জ্বলে ওঠে এই ভারতীয় ব্যাটার। পরের ২৫ বলে করেছেন ৬১ রান। ৯টি ছয় আর ৭টি চারে শেষ পর্যন্ত ৫১ বলে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি।

শেষ দিকে আক্সার পাটেলের ৯ বলে ২১ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২২৮ রানে থামে ভারতের ইনিংস।

২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ২৩ আর পাথুম নিশাঙ্কা ফেরেন ১৫ রান করে। থিতু হতে পারেননি ১ রান করে আউট হওয়া আভিষ্কা ফার্নান্দোও।

এরপর মিডল অর্ডারে শুধু ব্যবধানই কমিয়েছে লঙ্কানরা। চারিথ আশালাঙ্কার ১৯, ধানাঞ্জয়া ডি সিলভার ২২ আর অধিনায়ক দাসুন শানাকার ২৩ রান জয়ের কোনো স্বপ্ন দেখাতে পারেনি শ্রীলঙ্কাকে। ১৬ ওভার ৪ বলে ১৩৭ রানেই গুটিয়ে যায় সফররতদের ইনিংস।

ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন আর্শদ্বীপ। দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডেয়া, চাহাল আর উমরান মালিক।

১০ জানুয়ারি থেকে শুরু হবে দুই দেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

/এএইচ

Exit mobile version