Site icon Jamuna Television

সুদানের প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করার ভিডিও প্রকাশ করায় ৬ সাংবাদিক গ্রেফতার

ছবি: সংগৃহীত

এক অনুষ্ঠানে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় ট্রাউজারে প্রস্রাব করে দেন দ. সুদানের প্রেসিডেন্ট। আর এ ঘটনার দৃশ্য ভিডিও করায় ছয় সাংবাদিককে গ্রেফতার করেছে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। খবর দ্য গার্ডিয়ান’র।

সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (সিপিজে) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ সুদানের ব্রডকাস্ট করপোরশন (এসএসবিসি) যখনই নিশ্চিত হয়েছে যে প্রেসিডেন্টের ওই ঘটনা সাংবাদিকরা ভিডিও করে ছেড়ে দিয়েছেন তখনই দেশটির নিরাপত্তা পরিষদ তাদের গ্রেফতার করে।

ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সালভা কির একটি সড়ক উদ্বোধনের আগে অতিথিদের সাথে নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন। এ সময় হঠাৎ তার পরনের ধূসর ট্রাউজার ভিজে পানি গড়িয়ে নিচে পড়তে দেখা যায়।

আর এই দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি কোনো টেলিভিশনে প্রচারিত না হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

/এনএএস

Exit mobile version