Site icon Jamuna Television

এনআইডি ডেটাবেজ যেখানেই থাকুক, ইভিএমে ভোটে সমস্যা হবে না: ড. জাফর ইকবাল

শিক্ষাবিদ ড. জাফর ইকবাল বলেছেন, এনআইডি ডেটাবেজ যেখানেই থাকুক, ইভিএমে ভোটগ্রহণে কোনো সমস্যা হওয়ার কথা না। এছাড়া, ব্যয় সংকোচন, অভিজ্ঞতা ও জনবলের দক্ষতা কাজে লাগাতে এনআইডি ডেটাবেজ নির্বাচন কমিশনের কাছে রাখার পক্ষে পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ মো. কায়কোবাদ।

রোববার (৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে এনআইডি ডেটাবেজ বিষয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তারা।

বুয়েটের সাবেক অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে ডেটাবেজের রক্ষণাবেক্ষণ করে আসছে। নতুন করে কোনো সংস্থার কাছে তা হস্তান্তর করা হলেও ইসির অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

তবে ডেটাবেজ স্থানান্তর হলেও ইভিএমে ভোটগ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল। তিনি বলেন, এনআইডি ডেটাবেজ যেখানেই থাকুক, তা স্বতন্ত্র থাকতে হবে। আঠারো বছরের কম বয়সীদেরও এ তালিকায় যুক্ত করার ওপর মত দিয়েছেন তিনি। বিশিষ্ট এই শিক্ষাবিদ আরও বলেন, এই ডেটাবেজ রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে সেটি কোথায় থাকবে।

/এম ই

Exit mobile version