Site icon Jamuna Television

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে চলছে গণশুনানি

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানি চলছে।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হওয়া গণশুনানিতে পিডিবির পাশাপাশি দর বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সবগুলো বিতরণ কোম্পানি। প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ভোক্তাদের পক্ষ থেকে তুলে ধরা হবে যুক্তিতর্ক। দু’পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিইআরসি।

এর আগে, সঞ্চালন ট্যারিফ বাড়ানোর প্রস্তাবের পক্ষে যুক্তি দেন পিজিসিবি কর্মকর্তারা। তারা জানান, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের সঞ্চালন মূল্য অনেক কম।

আরও পড়ুন: এনআইডি ডেটাবেজ যেখানেই থাকুক, ইভিএমে ভোটে সমস্যা হবে না: ড. জাফর ইকবাল

/এম ই

Exit mobile version