বন্যার পানির তোড়ে পশ্চিম অস্ট্রেলিয়ায় ভেঙে পড়েছে একটি সেতু। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জরুরী সাহায্য পাঠানোও কঠিন হয়ে পড়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সেতুর কিছু অংশ নদীতে ভেঙে পড়ে। স্থানীয় ফ্রিটজরয় ক্রসিং এ ছিলো সেতুটি। প্রবল বর্ষণে কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত দেশটি। সাম্প্রতিক বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রিটজরয় ক্রসিং। প্রায় তেরোশো বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের ফ্রিটজরয় ক্রসিং বিমানবন্দরে সরিয়ে নেয়া হয়েছে। সরকারের তরফ থেকে দুর্গতের জন্য পাঠানো হয়েছে খাদ্যপণ্যসহ অন্যান্য সহায়তা সরঞ্জাম।
এটিএম/

