Site icon Jamuna Television

৪ দিনব্যাপি ঢাকা লিট ফেস্টের শেষ আজ

ছবি: সংগৃহীত

সাহিত্য, দর্শনসহ নানামুখী আলোচনার মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে চার দিনব্যাপি ঢাকা লিট ফেস্ট। আজ শেষ দিনেও বাংলা একাডেমি প্রাঙ্গণে শীত উপেক্ষা করে এসব আলোচনা উপভোগ করছেন অংশগ্রহণকারীরা।

দিনের প্রথম সেশনে সাহিত্যে নোবেল জয়ী উপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাহ নিজের লেখনী নিয়ে আলোচনায় অংশ নেন। তার লেখায় বাস্তব জীবনের প্রতিফলনের পাশাপাশি অন্যান্য জীবন যা ব্যক্তির মাথায় থাকে সেটির প্রতিফলন ঘটে। এসময় বাংলা ভাষা থেকে সবাইকে বিযুক্ত না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলা একাডেমি বাংলা চর্চার জায়গা।

টিকিট নিয়ে এবারের লিট ফেস্টের আয়োজন নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, সংস্কৃতি নিয়ে যদি কেউ বাণিজ্যিক চিন্তা ভাবে সেটা নিয়ে বলার কিছু নেই৷ এখন বিশ্বব্যাপী এই কাযক্রম চলছে৷

এটিএম/

Exit mobile version