Site icon Jamuna Television

নিজেদের ইতিহাসে ভয়ংকরতম বন্যার সাথে লড়ছে পশ্চিম অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

শত বছরের মধ্যে ভয়ংকরতম বন্যায় লড়ছে অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাঞ্চল। প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় আটকে পড়েছে বেশ কিছু সম্প্রদায়। এছাড়া, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে জনবসতির বড় একটি অংশকে। খবর টিভিপি ওয়ার্ল্ডের।

রোববার (৮ জানুয়ারি) পশ্চিমা অস্ট্রেলিয়ার প্রশাসন জানিয়েছে, বন্যাদুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়াসহ আটকে পড়া জনবসতির কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এলি’র প্রভাবে গত সপ্তাহ থেকেই পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লিতে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। প্রায় ক্যালিফোর্নিয়ার সমান আয়তনের কিম্বার্লিতে আবহাওয়ার এই চরম অবস্থা থেকেই ঘণীভূত হয়েছে সংকট। পার্থে পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টিফেন ডসন বলেন, কিম্বার্লির মানুষ শত বছরের মধ্যে ভয়ংকরতম বন্যা প্রত্যক্ষ করছে। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার ইতিহাসেই সবচেয়ে প্রলয়ংকারী দুর্যোগ।

দেশটির জরুরি সেবা বিভাগের কমিশনার ড্যারেন ক্লেম বলেন, কিছু জায়গায় যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। এর প্রভাব অনেক বেশি হতে যাচ্ছে এবং, যে পরিমাণ জায়গায় পানি জমেছে সেটাও বিশাল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ভেঙে পড়লো সেতু

/এম ই

Exit mobile version