Site icon Jamuna Television

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টি-জেপি’র সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে মেধাবীরা রাজনীতিতে আসতে চায় না। তবে মেধাবীরা রাজনীতিতে না আসলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও। তারা বলেন, বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করছে। তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় বলেও অভিযোগ করেন তারা। বিএনপি দেশের সংবিধানকে আবারও ক্ষতবিক্ষত করতে চায় বলেও অভিযোগ করেন নেতারা।

আরও পড়ুন: যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাদের মাতব্বরি মানায় না: পররাষ্ট্রমন্ত্রী

/এম ই

Exit mobile version