Site icon Jamuna Television

শীতের তীব্রতা কমেছে রাজধানীতে, দেখা মিললো সূর্যের

রাজধানীতে শীতের তীব্রতা গতকাল শনিবারের (৭ জানুয়ারি) চেয়ে কিছুটা কমেছে। ঘন কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় সূর্যের দেখাও মিলেছে।

তীব্র শীতে সকাল থেকে ভোগান্তি পোহাতে হয় খেটে-খাওয়া ও শ্রমজীবী মানুষের। কনকনে ঠান্ডা উপেক্ষা করেও কর্মস্থলে যেতে হয়েছে। আবহাওয়া অফিস বলছে, মাঝেমধ্যে কিছুটা কমলেও পুরো জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট। শীতের কারণে শিশু ও বৃদ্ধদের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে। বাড়ছে শীতজনিত নানা রোগ। এতে রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে শীতজনিত কারণে রোগী ভর্তির হার।

/এমএন

Exit mobile version