Site icon Jamuna Television

ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টে যোগ দেয়া জীবনের শ্রেষ্ঠ ভুল: কাদের সিদ্দিকী

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে যোগদান করা জীবনের শ্রেষ্ঠ ভুল ছিল বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বললেন, ড. কামাল হোসেনকে ভালো নেতা মনে করে জোটে গিয়েছিলাম। কিন্ত দেখলাম উনার নেতৃত্ব ভালো না।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির (জেপি) সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আমি শয়তান নই, আমি মানুষ, আমি ভুল করি। শেখ হাসিনা আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন। আমি আমার বোন শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি।

এর আগে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সাক্ষাতের পর তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে ডেকেছিলেন। দেড় ঘণ্টার মতো আলাপ-আলোচনা হয়েছে।

/এমএন

Exit mobile version