Site icon Jamuna Television

সোনালী ব্যাংকের ই-সেবা, বিদেশে বসেও ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা

সোনালী ব্যাংকের ই-সেবা ও ই-ওয়ালেট ব্যবহার করে বিদেশে বসেও ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। রেমিট্যান্স পাঠানোসহ বিদেশে বসেই সবধরনের ব্যাংকিং লেনদেন করা যাবে ই-সেবার মাধ্যমে। কিউআর কোডের মাধ্যমে সবধরনের নগদ লেনদেন করতে পারবেন দেশের গ্রাহকরা।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে সোনালী ব্যাংকের ই-সেবা ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা সহজ করতেই অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু করা হচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে উঠেতে আরও এক ধাপ এগিয়ে গেল। ব্যবসায়ী কার্যক্রম সম্প্রসারণ খেলাপি ঋণ আনা ছাড়াও ৫ বছরের মধ্যে ব্যাংক মূলধন ঘাটতি শূন্যতে নামিয়ে আনার কথাও বলেন বক্তারা।

ইউএইচ/

Exit mobile version