Site icon Jamuna Television

একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

ছবি: প্রতীকী

কোনোভাবেই দুই পরিবারকে রাজি করাতে পারছিলেন না তারা। শেষ পর্যন্ত চরম পদক্ষেপ নিলেন। একই রশিতে ঝুলে আত্মহত্যা করলেন প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, তরুণ এবং তরুণীর বাড়ি পোওয়াইয়ানের গোমতী সেতুর কাছে সিসাইয়া গ্রামে। দু’জনে একই সম্প্রদায়ের। তার পরেও তাদের বিয়ে দিতে চায়নি পরিবার। তরুণীর অন্য এক পাত্রের সঙ্গে বিয়ে দিতে উদ্যত হয়েছিল তার পরিবার।

পুলিশের বিশেষ সুপার এস আনন্দ বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন দু’জন। মৃত্যুর কারণ জানতে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এখনো আসেনি। একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি দুই পরিবার। গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বরেলি অঞ্চলে অবিবাহিত যুগলদের ৩৫টি আত্মহত্যার মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, বেশিরভাগই গ্রামের ঘটনা। ‘ভালবেসে বিয়ে করার বিষয়টি মানতে পারে না’ পরিবার। সে কারণেই আত্মহত্যা করেন তরুণ, তরুণীরা।

ইউএইচ/

Exit mobile version