Site icon Jamuna Television

রাজধানীতে গ্যাস সংকট; দিনে চুলা জ্বলে না খিলগাঁও, রামপুরা, বসুন্ধরায়

দিনের বেলায় চুলা জ্বলছে না রাজধানীর খিলগাঁও, রামপুরা, বনশ্রী আর বসুন্ধরা আবাসিক এলাকায়। একটুও গ্যাস থাকছে না ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত। তীব্র শীতে রাত জেগে রান্না করতে গিয়ে ক্ষিপ্ত গৃহিণীরা। সবচেয়ে বেশি হিমশিম অবস্থা বয়োজ্যেষ্ঠ আর শিশুদের নিয়ে। তিতাস বলছে, বেশি শীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি।

খিলগাঁও গোড়ান এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার। একটা ডিম ভেজেছেন ৪০ মিনিট ধরে। রান্নার পিক টাইমে টিম টিম করে জ্বলছে গ্যাসের আগুন। পূর্ব রামপুরায় গ্যাস চলে যাচ্ছে ভোর ৫টায়।

রামপুরা-বনশ্রীর বাসিন্দা জাকিয়া সুলতানা বাধ্য হয়ে কিনেছেন বৈদ্যুতিক চুলা। রান্নায় এখন তার খরচ দ্বিগুণ। এই এলাকায় সারাদিন পর গ্যাস পাওয়া যাচ্ছে মধ্যরাতে।

সংকটের জন্য রামপুরার বাড়ি মালিকরা দুষছেন সংযোগ লাইনে তিতাসের দুর্নীতি আর অনিময়কে। ক্ষিপ্ত বাড়ি মালিকরা জানান, দিনভর গ্যাস সংকটে ভাড়াটিয়া হারাচ্ছেন তারা। নষ্ট হচ্ছে বাড়িওয়ালা-ভাড়াটিয়া সম্পর্ক।

অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় একই সংকট ৪ মাসের ওপর। রোববার থেকে শনি, গ্যাস থাকছে কেবল রাতের ৫ ঘণ্টা।

তবে তিতাস জানায়, তীব্র শীতের ফলে এমন সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থা ঠিক হতে লেগে যাবে অন্তত দেড় মাস। গৃহিণীদের প্রশ্ন: ঠিক হওয়ার পর অন্তত রান্নার সময়টায় গ্যাস মিলবেতো?

এটিএম/

Exit mobile version