Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় আশ্রয় পেলো আরও ১৮৫ রোহিঙ্গা

আবারও ইন্দোনেশিয়া উপকূলে ঠাঁই নিলেন কমপক্ষে ১৮৫ রোহিঙ্গা। রোববার (৮ জানুতারী) এ তথ্য নিশ্চিত করে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খবর রয়টার্সের।

তারা জানায়, বেলা আড়াইটা নাগাদ আচেহ্ প্রদেশে ভিড়ে অভিবাসনপ্রার্থীদের বহনকারী নৌকাটি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রদেশটির অস্থায়ী আশ্রয়ক্যাম্পে রাখা হয়েছে তাদের। ডিসেম্বর মাসেই, কয়েকদফায় পাঁচ শতাধিক রোহিঙ্গা পৌঁছায় ইন্দোনেশিয়া উপকূলে। যে তালিকায় অন্যতম- ১৭৪ রোহিঙ্গাকে বহনকারী নৌকাটি। কয়েক সপ্তাহ আন্দামান উপকূলে নৌযানটি ভেসে ছিলো। বৈরী আবহাওয়া, ক্ষুধা আর পানির অভাবে মারা যান কমপক্ষে ২১ জন। তবুও কোনো দেশই দিচ্ছিলো না আশ্রয়। জাতিসংঘও তাদের ঠাঁই দিতে কয়েকটি দেশকে অনুরোধ জানায়।

২০২২ সালকে রোহিঙ্গাদের জন্য প্রাণঘাতী বছর হিসেবে আখ্যা দেয় জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচআর। ২০১৭ সালে সেনা নিপীড়ণ থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুল রোহিঙ্গা; যাদের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ।

এটিএম/

Exit mobile version