Site icon Jamuna Television

শীতের প্রকোপে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

শীতের প্রকোপে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। এ পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সরকারি-বেসরকারি সব স্কুল বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়া টাইমসের।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর স্কুলগুলোয় শেষ হওয়ার কথা ছিল শীতকালীন ছুটি। কিন্তু দিল্লির শিক্ষা অধিদফতরের এক সার্কুলারে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হলো। কিছুদিন ধরেই দিল্লিসহ আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। তবে রোববার শীতের প্রকোপ ছিলো সবচেয়ে বেশি। তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

গেলো ১০ বছরে এটা দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। প্রচণ্ড ঠাণ্ডার সাথে ঘন কুয়াশা আর দূষণে দিল্লির বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। বৈরি আবহাওয়ায় সংকটে পড়েছে দিল্লির যোগাযোগ ব্যবস্থাও। বাধাগ্রস্ত সড়ক, রেল ও বিমান চলাচল। রোববার সকাল ছয়টা পর্যন্ত দিল্লিতে কোনো ফ্লাইট ছাড়েনি। আর কুয়াশার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন।

এটিএম/

Exit mobile version