Site icon Jamuna Television

টানা দুই জয়ে এশিয়া কাপ হকি নিশ্চিত যুবাদের

ছবি: সংগৃহীত

ওমানের মাসকাটে চলতি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জয়ে পুল ‘বি’ থেকে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেই সাথে, জুনিয়র এশিয়া কাপ হকি নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

সেমিফাইনাল নিশ্চিতের সাথে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। বাংলাদেশ সময় সোমবার (৯ জানুয়ারি) দুপুর দু’টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও উজবেকিস্তান। এই ম্যাচে জয় পেলেই এশিয়ান জুনিয়র হকির সেমিতে খেলবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলেরই জয় সমান ২টি করে। তবে, গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।

/এম ই

Exit mobile version