Site icon Jamuna Television

ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প, সরানো হয়েছে সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে অনুভূত হয়েছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। প্রাথমিকভাবে সেখানে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা সরানো হয়। খবর রয়টার্সের।

রোববার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ অনুভূত হয় জোরালো কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমকম্পের কেন্দ্রস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে ২৫০ মাইল উত্তরে; যার গভীরতা সমুদ্রভাগ থেকে ২৭ কিলোমিটার নীচে রেকর্ড করা হয়।

জলোচ্ছ্বাসের উচ্চতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। জারি করা হয় সুনামি সতর্কতা। প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় নিরাপদ আশ্রয়ে। ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ২০১৮ সালে, ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান সাড়ে চার হাজার মানুষ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে আতঙ্ক; ঘরবাড়ি, চাষের জমিতে বিস্ময়কর ফাটল

/এম ই

Exit mobile version