Site icon Jamuna Television

নতুন জঙ্গি সংগঠনের ৩ অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩ অস্ত্র সরবরাহকারীকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ি এবং রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ কবীর আহাম্মদ, মোহাম্মদ ইয়াসিন, আব্দুর রহমান ইমরান।

এ সময় তাদের কাছে থেকে ৩টি দেশীয় পিস্তল, ৬টি এক নলা বন্দুক, ১১ রাউন্ড গুলি, ১৪০ রাউন্ড সিসার তৈরি গুলি, ২ লিটার এসিড, গান পাউডার, ৩ লিটার অকটেন, ট্রেনিং পোশাক, ২ টি স্প্রে ক‍্যান, দাহ‍্য রাসায়নিক পদার্থ আটক করা হয়।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছে কবীর আহাম্মদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে ১টি মামলা হয়েছে।

/এমএন

Exit mobile version