Site icon Jamuna Television

বরফশীতল পানিতে হাজারও মানুষের সাঁতারে বেলজিয়ামে বর্ষবরণ

ছবি: সংগৃহীত

নববর্ষের এক সপ্তাহ পর বেলজিয়ামে উদ্ভট আয়োজনে বরণ করা হলো ২০২৩ সালকে। বরফশীতল পানিতে সাঁতার কাটলেন ৩ হাজারের বেশি মানুষ। খবর টেলিগ্রাফ ডটকমের।

ছবি: সংগৃহীত

কনকনে ঠান্ডার মধ্যেই ওসটেন্ড শহরে রাখা হয় এই উৎসব। নর্থ সি’তে ঝাপ দেন উৎসাহী অংশগ্রহণকারীরা। অনেকেই জানান, শীতল পানিতে সাঁতার কাটলে আসে মানসিক প্রশান্তি। তারা আরও বলেন, রক্ত চলাচল স্বাভাবিক এবং চর্মরোগ সারাইয়ের জন্য ঠান্ডা পানি অন্যতম ঔষধ।

স্থানীয় এক ব্যক্তি বলেন, এই অনুভূতি অসাধারণ। দারুণ! এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আর অনুভূতিটাও এমন যে, আপনাকেও চেষ্টা করে দেখতে হবে!

তাছাড়া, অনেকেই নিছক আনন্দের জন্য যোগ দেন বিরল এ আয়োজনে। নতুন বছরে সুখ-সমৃদ্ধির প্রত্যাশায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে থাকে এই সাঁতার আয়োজন।

আরও পড়ুন: ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প, সরানো হয়েছে সুনামি সতর্কতা

/এম ই

Exit mobile version