Site icon Jamuna Television

আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোয় গ্রেফতার ৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক খাত নিয়ে গুজব রটনার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার (৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের স‍্যোশাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আজ সোমবার সংবাদ সম্মেলনে ডিবি জানায়, ব‍্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ‍্যমসহ বিভিন্ন মাধ‍্যমে মনগড়া মিথ‍্যা তথ‍্য প্রচার করে দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কতিপয় ব‍্যক্তি। এই চক্রের মূল উদ্দেশ্য দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

/এমএন

Exit mobile version