Site icon Jamuna Television

রাজধানীতে আরও ৭১১ বাসে ই-টিকিটিং চালু হচ্ছে কাল

রাজধানীর আজিমপুরভিত্তিক বাসগুলোতে ই-টিকিটিং পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ কথা বলেছেন। জানিয়েছেন, এই রুটে চলাচলকারী ১৫টি বাস কোম্পানিতে আগামীকাল মঙ্গলবার থেকে চালু হবে এই ই-টিকিটিং ব্যবস্থা। ১৫টি কোম্পানির মোট গাড়ির সংখ্যা ৭১১টি।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রমনায় ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, ঢাকা শহর ও শহরতলী রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করার জন্য আমরা পরীক্ষামূলকভাবে গত বছরের ২২ সেপ্টেম্বর মিরপুরভিত্তিক ঢাকার ৮টি পরিবহন কোম্পানি এবং ১৩ নভেম্বর ২২টি পরিবহন কোম্পানিসহ মোট ৩০টি পরিবহন কোম্পানির মোট ১ হাজার ৬৪৩টি গাড়িতে ই-টিকেটিং পদ্ধতি চালু করি।

খন্দকার এনায়েত উল্লাহ আরও বলেন, এতে ৩০টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকিটিং এর পদ্ধতি কার্যকর করা হয়েছে। আর বাকি গাড়িগুলোতে তা কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৩টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতির নিয়োগ দেয়া ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছেন। যেসব গাড়ি এখনও নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হচ্ছে।

এদিকে, যাত্রীদের অভিযোগ রয়েছে ই-টিকিটে দূরত্ব উল্লেখ না থাকায় হেলপারদের সাথে বাকবিতন্ডা হয়। ডিভাইসে ভাড়ার চার্ট দেয়ার দাবি যাত্রীদের। এ বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরি করার জন্য আমরা ইতোমধ্যে বিআরটিএ-কে অনুরোধ জানিয়েছি।। ভাড়ার চার্ট তৈরি করা হলে ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেয়া হবে।

ই-টিকিট চালু হতে যাওয়া ১৫টি পরিবহন কোম্পানি হচ্ছে— মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহন লিমিটেড, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১), আলিফ এন্টারপ্রাইজ (২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহন লিমিটেড, গাবতলি এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোং লিমিটেড, ভিআইপি অটো মোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন লিমিটেড এবং স্বপ্ন পরিবহন লিমিটেড।

/এমএন

Exit mobile version