Site icon Jamuna Television

বিক্ষোভ-সংঘর্ষে ফের উত্তপ্ত পেরু

পেরুতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে কমপক্ষে আহত ৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাাজিরার।

শনিবার (৭ জানুয়ারি) দক্ষিণ পেরুর পুনো শহরের সীমান্তবর্তী একটি বিমানবন্দর দখল করার চেষ্টা করে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এতে বিক্ষুদ্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে বাধ্য হয়ে বিমান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে, দুই সপ্তাহ বিরতির পর গত বুধবার থেকে ফের আন্দোলনে নামে দেশটির সাধারণ মানুষ। বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের পদত্যাগের দাবি তাদের। বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন।

এসজেড/

Exit mobile version