Site icon Jamuna Television

কুমিল্লার দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ম্যাচে মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান।

দিনের প্রথম খেলায় আজও শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। ৪৬ রানে ৩ উইকেট থেকে পরবর্তীতে জাকের আলীর ৪৩ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংসে ঘুরে দাঁড়ায় ভিক্টোরিয়ান্স। ডেভিড মালানের সাথে চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন জাকের। কিন্তু এরপর একপ্রান্তে বাকিরা আসা যাওয়ার মিছিলে যোগ দিলে সম্ভাবনা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলি। এছাড়া মালান করেন ৩৭ রান। থিসারা পেরেরা ও মোহাম্মদ আমির দুজনই শিকার করেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ হারিসের উইকেট হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তৌহিদ হৃদয় ও জাকির হাসানের ব্যাটে চলছে রান তাড়ার লড়াই।

/এম ই

Exit mobile version