Site icon Jamuna Television

এনজিওতে নারীকর্মী নিষিদ্ধের বিষয়ে তালেবানের সাথে আলোচনায় নরওয়ের সাহায্য সংস্থা

এনজিওতে নারীকর্মী নিষিদ্ধ করার ঘটনায় নারীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে এনজিওতে নারীদের কর্মসংস্থানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনসিআর)। তালেবান নেতাদের সাথে এ বিষয়ে আলোচনা করতে আফগান সফরে গিয়েছেন সংস্থার মহাসচিব জ্যান এগল্যান্ড। খবর এপির।

তিনি বলেন, তালেবান নেতাদের সাথে দেখা করতে এসেছি। নারী কর্মীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করবো। একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করবো, যাতে আফগানিস্তানে সহায়তার কাজ চালিয়ে যেতে পারি।

এগল্যান্ড জানান, এনজিওতে নারী কর্মীদের নিষিদ্ধ করায়, আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শুধুমাত্র পুরুষদের নিয়ে কাজ করা সম্ভব নয়। কারণ, প্রত্যন্ত এলাকার নারীদের কাছাকাছি পৌঁছাতে পারেন না তারা।

মেয়েদের মানবিক সহায়তার জন্যই এনজিওতে নারী কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। তালেবান সরকার সে সুযোগ বন্ধ করায়, লাখ লাখ আফগান নাগরিক সাহায্য থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব।

প্রসঙ্গত, পোশাক বিধি না মানার অভিযোগে কিছুদিন আগে নারীদের বিদেশি সাহায্য সংস্থায় কাজ করার ওপর নিষধাজ্ঞা আ নিষিদ্ধ করে তালেবান সরকার। নির্দেশ না মানলে সংস্থাগুলোর লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয়। এরপরই দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে অনেক আন্তর্জাতিক সংস্থা।

এসজেড/

Exit mobile version