Site icon Jamuna Television

বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিয়ে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই খুব সাবধানে বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় বেশিরভাগ মানুষই বিয়ের পরে পরিবর্তনগুলি সম্পর্কে অবগত থাকেন না। তাই অনেক ক্ষেত্রেই বিয়ের পর সমস্যায় পড়তে হয়।

সম্পর্ক মজবুত করতে স্বামী-স্ত্রী উভয়েরই পরিবর্তন প্রয়োজন। প্রেমের সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় রাখলে দাম্পত্য জীবন সফল ও সুখী থাকে। তাই নিজের মধ্যে কিছু পরিবর্তন আনলেই সমস্যার সমাধান হতে পারে। চলুন জেনে নেয়া যাক বিষয়গুলো-

ভুল মেনে নিতে হবে: কিছু মানুষ ভুল করেও কথায় অটল থাকেন। কিন্তু বিয়ের পর থেকেই মানুষের এই অভ্যাসটি সম্পর্ককে ছাপিয়ে যেতে থাকে। এ ক্ষেত্রে সঠিক কারণ ছাড়া সঙ্গীর সঙ্গে তর্ক করা চলবে না। নিজে ভুল করার পরেও সঙ্গীর সঙ্গে তর্ক করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই ভুল বুঝতে পেরে সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করাই বুদ্ধিমানের কাজ।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না: বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে একে অপরকে বোঝা খুবই জরুরি। শুধু একে অপরের পছন্দ-অপছন্দ জানাই যথেষ্ট নয়। সেজন্য সঙ্গীর অভ্যাস, জীবনযাপন ও আচরণ বুঝে পর্যাপ্ত সময় নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়াই ভালো।

খারাপ অভ্যাস বদলাতে হবে: বিয়ের আগে কারও কারও অকারণে ঝগড়া, গালিগালাজ বা অপমান করার অভ্যাস থাকে। কিন্তু বিয়ের পর এই অভ্যাস সঙ্গীকে কষ্ট দিতে পারে। তাই বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে এসব অভ্যাস পরিবর্তনের অঙ্গীকার নিতে হবে। যার কারণে বিয়ের পর আপনার সম্পর্কের মধ্যে কোনো নেতিবাচকতা থাকবে না।

দায়িত্ববান হতে হবে: বিয়ের পর মানুষের দায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নিজের পাশাপাশি সঙ্গীরও যত্ন নিতে হবে। অন্যদিকে, সঙ্গীর প্রত্যাশা উপেক্ষা করা সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যার কারণে বিয়ের পর আর বেশি ঝামেলায় পড়তে হবে না।
তথ্যসূত্র: নিউজ এইটিন
ইউএইচ/

Exit mobile version