Site icon Jamuna Television

সিলেটের তিনে তিন; কুমিল্লার টানা ২য় হার

ছবি: সংগৃহীত

বিপিএলের প্রথম ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও পাকা করলো সিলেট স্ট্রাইকার্স। সোমবার (৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে জাকির আলীর অর্ধশতকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করা ৬ উইকেটে ১৪৯ রান তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট আর ১৪ বল হাতে রেখে টপকে যায় সিলেট।

দিনের প্রথম খেলায় আজও শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। ৪৬ রানে ৩ উইকেট থেকে পরবর্তীতে জাকের আলীর ৪৩ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংসে ঘুরে দাঁড়ায় ভিক্টোরিয়ান্স। ডেভিড মালানের সাথে চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন জাকের।

কিন্তু অপর প্রান্তে বাকিরা আসা যাওয়ার মিছিলে যোগ দিলে সম্ভাবনা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলী। এছাড়া মালান করেন ৩৭ রান। শেষ পর্যন্ত ১৪৯ রানে থামে কুমিল্লার ইনিংস। থিসারা পেরেরা ও মোহাম্মদ আমির দুজনই শিকার করেন ২টি করে উইকেট।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২য় ওভারেই মোহাম্মদ হ্যারিসের উইকেট হারায় সিলেট। দলীয় ৫৫ রানে আরেক ওপেনার নাজমুল শান্ত ফেরেন ১৯ রান করে। তবে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তৌহিদ হৃদয়। ৪টি ছয় আর ৩টি চারে ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।

মাঝে জাকির হোসেনের ২০ আর মুশফিকুর রহিমের অপরাজিত ২৮ রানে ৫ উইকেট হারিয়ে ১৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌছে যায় সিলেট স্ট্রাইকার্স; যা সিলেটের এবারের আসরে টানা ৩য় জয়।

/এ এইচ

Exit mobile version