Site icon Jamuna Television

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় সুপারি গাছ কাট‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইউসুফ আহ‌মেদ (৪৫) না‌মে এক কৃষকের মৃত্যু হ‌য়ে‌ছে। তি‌নি ভোলার তজুম‌দ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়া‌লিয়া গ্রামের মো. সুলতান আহ‌মে‌দের ছে‌লে।

সোমবার (৯ জানুয়া‌রি) ওই গ্রামের সর্দার বা‌ড়ির এলাকায় এ ঘটনা ঘটে।তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দি‌কে সর্দার বা‌ড়ির পাশে বাগানে সুপারি গাছ কাটছিলেন ইউসুফ। ওই সময় হঠাৎ বিদ্যুতের তা‌রের সা‌থে সে জড়িয়ে প‌রে বিদ্যুতায়িত হয়। প‌রে স্থানীয়রা ও তার প‌রিবা‌রের সদস্যরা তা‌কে উদ্ধার ক‌রে তজুম‌দ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চিকিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ইউএইচ/

Exit mobile version