Site icon Jamuna Television

পিরোজপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সকালে ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫-৬০ বছর। তবে তার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, সোমবার সকালে স্থানীয় কৃষকরা নাথপাড়া এলাকার মাঠে ধান কাটতে গেলে পাশের বদ্ধ খালের কচুরিপানার মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তার পরনে সাদা পাঞ্জাবি-পায়জামা ছিল। এ সময় ঘটনাস্থলে থেকে এক জোড়া জুতা ও শাল জাতীয় চাদর উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মাস খানেক আগে হত্যা করে মৃতদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে তদন্ত ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

এএআর/

Exit mobile version