Site icon Jamuna Television

ব্রাজিলে দাঙ্গার তীব্র নিন্দা রাশিয়ার, প্রেসিডেন্টের প্রতি পূর্ণ সমর্থন মস্কোর

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ছবি: সংগৃহীত।

ব্রাজিলের পার্লামেন্টে দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান জেইর বোলসোনারোর সমর্থকদের চালানো তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সাথে দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার প্রতিও শক্ত সমর্থন জানিয়েছে মস্কো। খবর এনডিটিভির।

সোমবার (৯ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রাজিলের বর্তমান সরকারের প্রতি এ সমর্থন জানান। তিনি বলেন, ব্রাজিলে হওয়া দাঙ্গার তীব্র নিন্দা জানাই আমরা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।

এর আগে, রোববার (৮ জানুয়ারি) রাজধানী ব্রাসিলিয়ায় পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ভবন এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাণ্ডব চালায় সাবেক রাষ্ট্রপ্রধান জেইর বোলসোনারোর সমর্থকরা। জাতীয় পতাকা নিয়ে পার্লামেন্ট ভবনের ভেতরে ও ছাদে অবস্থান নেয় তারা। এসময় স্পর্শকাতর স্থাপনায় ভাঙচুর চালানো হয়, করা হয় অগ্নিসংযোগও। কোনোভাবেই নির্বাচনে জেইর বোলসোনারোর পরাজয় মেনে নিতে তারা নারাজ।

বোলসোনারোর সমর্থকদের দাবি, কারচুপি-জালিয়াতির মাধ্যমে ভোটে জয় পেয়েছেন লুলা ডি সিলভা। অবিলম্বে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ দাঙ্গাকে ফ্যাসিস্টদের বর্বরতা বলে আখ্যা দেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

এসজেড/

Exit mobile version