Site icon Jamuna Television

নোরা নাকি সাদিয়া; শাহরুখপুত্রের প্রেম আসলে কার সাথে!

ইন্টারনেট থেকে নেয়া ছবি।

মাদককাণ্ডে নাম জড়ানোর পর টানা আলোচনায় ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। প্রেমের সম্পর্ক নিয়েও বহুবার হয়েছেন খবরের শিরোনাম। কয়েক দিন আগে গুঞ্জন চাউর হয়, ৩০ বছর বয়েসী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন ২৫ বছরের আরিয়ান। এ গুঞ্জনের আগুন চাপা না পড়তেই পাকিস্তানি এক অভিনেত্রীর সঙ্গে তোলা আরিয়ানের একটি ছবি নিয়ে হৈ চৈ নেট দুনিয়ায়।

জানা গেছে, নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতে যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি। আর, ওই পার্টিতেই উপস্থিত ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান। ওই পার্টির ফাঁকে একফ্রেমে বন্দি হন সাদিয়া-আরিয়ান। তারই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সাদিয়া। তারপর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এ যুগলের ছবি।

নেটিজেনদের একাংশের দাবি— নোরা ফাতেহি নয়, সাদিয়া খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান।

/এসএইচ

Exit mobile version